Last Updated: Monday, December 2, 2013, 10:37
যৌন সক্ষমতার পরীক্ষায় উতরে গেলেন তরুণ তেজপাল। আর এই রিপোর্টের জেরেই সম্ভবত আরও বেশি বিপাকে পড়ছেন স্টিং কিং। তরুণী সহকর্মীকে ধর্ষণের অভিযোগের তদন্তে এই রিপোর্ট গোয়া পুলিসের অন্যতম হাতিয়ার হতে পারে। তবে, এখনও পর্যন্ত তেজপাল সবরকম সহযোগিতা করছেন বলে জানিয়েছে গোয়া পুলিস।