Last Updated: Saturday, May 3, 2014, 18:45
দূরদর্শনে নরেন্দ্র মোদীর সাক্ষাত্কার কাটছাঁট করে সম্প্রচারিত হয়েছে। প্রসার ভারতীর সিইও জহর সরকার এ কথা কার্যত স্বীকার করে নেওয়ার পর দূরদর্শনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। জরুরি অবস্থায় সংবাদমাধ্যমকে যে ভাবে নিয়ন্ত্রণ করা হত, তার সঙ্গে এই ঘটনাকে তুলনা করে নরেন্দ্র মোদী বলেছেন, দূরদর্শন এখন নিজের স্বাধীনতা বজায় রাখতেই হিমশিম খাচ্ছে। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী মণীশ তিওয়ারির পাল্টা জবাব, প্রসার ভারতীর সঙ্গে দূরত্ব বজায় রাখে তাঁর মন্ত্রক। গুজরাতেই বরং সাংবাদিকরা নানা ভাবে হেনস্থার শিকার হয়েছেন।