Last Updated: Monday, December 5, 2011, 13:02
অক্টোবরের গোড়ায় জাহাজ থেকে তেল লিক করায় বিপন্ন হয়ে পড়েছিল নিউজিল্যান্ডের প্লেনটি উপসাগরের বিস্তীর্ণ অংশের ডিটরেলস পাখি।
বিরল প্রজাতির ওই পাখিগুলিকে উদ্ধার করে সেই সময় রাখা হয় নিরাপদ স্থানে। ডিসেম্বরের শুরুতেই বনের পাখিদের ফিরিয়ে দেওয়া হল বনে।