Last Updated: Friday, July 11, 2014, 14:02
এক যুবকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়াল হাওড়ার ডুমুরজলায়। ডুমুরজলায় হাওড়া ইভপ্রুভমেন্ট ট্রাস্টের একটি কোয়ার্টার থেকে দুর্গন্ধ বেরোতে শুরু করে। দুর্গন্ধ পেয়ে ওই কোর্য়াটারে গিয়ে বাসিন্দারা দেখেন বিছানার উপর মশারি টাঙানো।বিছানার উপর পড়ে রয়েছে বাড়ির ছেলে সুরজিত নন্দীর নিথর দেহ। খাটের পাশে বসে রয়েছেন মা মাধবী নন্দী। সুরজিতের বাবা বেশকিছুদিন ধরেই হাসপাতালে চিকিত্সাধীন।