Last Updated: Sunday, June 29, 2014, 16:57
পুজোর বাকি এখনও প্রায় তিন মাস। কিন্তু তার আগেই কলকাতায় পূজোর ঢাকে কাঠি পড়ে গেল। রথযাত্রার দিনে খুঁটি পূজো হল কলকাতার বিভিন্ন ক্লাবে। ত্রিধারা সম্মিলনী থেকে নব উদয় সংঘ,পূজোর আনুষ্ঠানিক সূচনা ঘিরে সর্বত্রই ছিল উত্সবের আমেজ।বৃষ্টি ছাড়াই রামধনু। আকাশে নয়, রচনা-গার্গী রামধনু জুটি রবিবার হাজির ছিলেন দেশপ্রিয় পার্কে ত্রিধারা সংঘের খুঁটি পূজোয়। পূজোর বাকি এখনও তিন মাস। তবে তারকা জুটির পূজোর প্ল্যান শুরু এখন থেকেই।