Last Updated: Wednesday, November 28, 2012, 15:54
কোথায় যেন পড়েছিলাম, অনেক নবাগত লেখকের প্রথম বদভ্যেস হল, নিজের জীবনের গল্পটা নিয়েই প্রথম উপন্যাসটা লিখে ফেলা। তার পর নাকি ভাল লেখার মতো উপকরণ খুঁজে পান না। এমন ধারণা মনে মনে পোষণ করে সন্তুষ্ট থাকার বিশেয কোনও কারণ নেই। প্রয়াত বিশ্বসাহিত্যিক সুনীল গাঙ্গুলির প্রথম উপন্যাস আত্মপ্রকাশ-এর গৌরবে কিছুমাত্র আঁচড় লাগে না। বহু স্বনামধন্য বিশ্বখ্যাত পরিচালকই আত্মজীবনীমূলক ছবিটি বানিয়েছেন কেরিয়ারের প্রায় শেষ অধ্যায়ে।