Dylan Benson - Latest News on Dylan Benson| Breaking News in Bengali on 24ghanta.com
সন্তানের জন্ম দিয়েই মৃত্যু হল কানাডার

সন্তানের জন্ম দিয়েই মৃত্যু হল কানাডার "ব্রেন ডেথ` মায়ের

Last Updated: Wednesday, February 12, 2014, 21:23

ডিসেম্বর মাসেই মস্তিষ্কের মৃত্যু ঘটেছিল মায়ের। ৬ সপ্তাহ ধরে গর্ভস্থ সন্তানের জন্য বাঁচিয়ে রাখা হয়েছিল তাঁকে। অবশেষে পুত্র সন্তানের জন্ম দিয়েই পৃথিবীকে বিদায় জানালেন ৩২ বছরের কানাডিয়ান রবিন বেনসন।