East Medinipur - Latest News on East Medinipur| Breaking News in Bengali on 24ghanta.com
মেধাতালিকায় এগিয়ে জেলা, পাশের হারে প্রথম পূর্ব মেদিনীপুর

মেধাতালিকায় এগিয়ে জেলা, পাশের হারে প্রথম পূর্ব মেদিনীপুর

Last Updated: Tuesday, May 29, 2012, 19:45

গত কয়েকবছরের মত এবারও মাধ্যমিক পরীক্ষাতে ভাল ফল করল জেলার ছেলেমেয়েরা। মধ্যশিক্ষা পর্ষদ প্রকাশিত মেধা তালিকায় জেলার স্কুলগুলিরই রমরমা। পাশের হারে প্রথম স্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর। প্রথম দশের মেধাতালিকায় পুরুলিয়া জেলা স্কুলের জয়জয়কার।