Last Updated: Tuesday, June 3, 2014, 08:30
আজ নাইট রাইডার্সের আইপিএল জয়ের উচ্ছ্বাসে মাততে চলছে তিলোত্তমা কলকাতা। কাল ইডেন গার্ডেন্সে গৌতম গম্ভীরদের নাগরিক সম্ভাবনা দেবে রাজ্য সরকার আর সিএবি। এক ঘণ্টার অনুষ্ঠানে বাড়তি পাওনা হতে চলেছে কিং খানের উপস্থিতি। ২০১২ সালের ছবিটাই আবার ফিরতে চলেছে ইডেন গার্ডেন্সে। মঙ্গলবার দুপুরে আইপিএল সেরা নাইট রাইডার্সকে রাজকীয় সংবর্ধনা দেওয়া হবে। গৌতম গম্ভীরদের যৌথ সংবর্ধনা দেবে রাজ্য সরকার,কলকাতা পুরসভা,কলকাতা পুলিস আর সিএবি-কে। জমকালো সংবর্ধনায় উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সোমবার নবান্নে এক উচ্চপর্যায়ের বৈঠকে মেগা ইভেন্টের রূপরেখা তৈরি করা হয়।