Last Updated: Monday, January 27, 2014, 21:57
টেট কেলেঙ্কারিতে অভিযুক্তের পাশেই দাঁড়ালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ২৪ ঘণ্টার স্টিং অপারেশনে ফাঁস হয়েছে সুরঞ্জনা চক্রবর্তীর বিস্ফোরক অডিও টেপ। অভিযুক্তকেই উদ্ধৃত করে শিক্ষামন্ত্রী বলেছেন, ওই টেপের কণ্ঠস্বর আদৌ সুরঞ্জনা চক্রবর্তীর নয়। কণ্ঠস্বর বিকৃত করা হয়েছে। চব্বিশ ঘণ্টার চ্যালেঞ্জ, কণ্ঠস্বর বিকৃত করা হলে মামলা করুন শিক্ষামন্ত্রী।