Last Updated: Sunday, December 11, 2011, 18:40
মরসুমের প্রথম এল ক্লাসিকোয় হার রিয়াল মাদ্রিদের।ঘরের মাঠে বার্সিলোনার কাছে তিন-এক গোলে হারল রিয়াল। ম্যাচের মাত্র একমিনিটে বেনজিমার গোলে এগিয়ে গেলেও,তা ধরে রাখতে চরম ব্যর্থ মোরিনহোর ছেলেরা। বার্সিলোনার হয়ে তিনটি গোল করেন অ্যালেক্সিস,জ্যাভি ও সেস ফ্যাব্রেগাস। মরসুমের প্রথম এল ক্ল্যাসিকোয় শেষ হাসি হাসলেন পেপ গুয়ার্দিওলা।মাদ্রিদে অ্যাওয়ে ম্যাচ।