Last Updated: Tuesday, February 25, 2014, 10:01
মাত্র গতকালই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্ডে কংগ্রেসের বিরুদ্ধে `মিথ্যে প্রচার` চালানোর দায়ে বৈদ্যুতিন মিডিয়াকে ``ক্রাশ`` করার হুমকি দিয়েছিলেন। আজ নিজের অবস্থান থেকে ১৮০ ডিগ্রি সরে এসে শিন্ডে জানিয়েছেন সাংবাদিকতা নয় তিনি আসলে সোশ্যাল মিডিয়ার কথা বলতে চেয়েছিলেন।