Entrance Tax - Latest News on Entrance Tax| Breaking News in Bengali on 24ghanta.com
প্রবেশ কর থেকে কমছে রাজস্ব আদায়, স্বীকার করে নিলেন অর্থমন্ত্রী অমিত মিত্র

প্রবেশ কর থেকে কমছে রাজস্ব আদায়, স্বীকার করে নিলেন অর্থমন্ত্রী অমিত মিত্র

Last Updated: Tuesday, June 17, 2014, 20:34

এক বছরেই রাজ্যে প্রবেশ কর থেকে কমছে রাজস্ব আদায়। বিধানসভায় স্বীকার করে নিলেনঅর্থমন্ত্রী অমিত মিত্র। একাধিক সংস্থা প্রবেশ কর নিয়ে মামলা করার কারণেই কর আদায়ে ঘাটতি বলে দাবি অর্থমন্ত্রীর। স্থানীয় এলাকায় প্রবেশ কর বাবদ রাজস্ব আদায় কমেছে রাজ্যে। বিধানসভার প্রশ্নোত্তর পর্বে বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্রের প্রশ্নের তোলা উত্তরে একথা জানিয়েছিন অর্থমন্ত্রী অমিত মিত্র।