Last Updated: Wednesday, June 20, 2012, 11:06
বিশ্বকাপের পর এবার ইউরো কাপেও গোল লাইন বিতর্ক। গোল লাইন প্রযুক্তি আনা সত্ত্বেও আটকানো গেল না বিতর্ক। মঙ্গলবার রাতে ইংল্যান্ড-ইউক্রেন ম্যাচ ফের উস্কে দিল গোল লাইন বিতর্ক। ম্যাচের দ্বিতীয়ার্ধে ইউক্রেনের ডেভিচের শট ইংল্যান্ড গোলকিপার জো হার্টের গায়ে লেগে গোলে ঢোকার মুথে তা বাঁচান ইংলিশ ডিফেন্ডার জন টেরি।