Last Updated: Wednesday, December 26, 2012, 16:40
শিক্ষাক্ষেত্রে গত কয়েকমাসের নৈরাজ্যের জেরে এবার সরাসরি উচ্চমাধ্যমিক সংসদের সচিব এবং স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের কাছে কৈফিয়ত্ তলব করলেন রাজ্যপাল। স্কুল সার্ভিস পরীক্ষা বিভ্রাটের জেরে কমিশনের চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডলের কাছে আজ মূলত তিনটি বিষয়ে জানতে চেয়েছেন তিনি। দেরিতে প্রশ্নপত্র পৌঁছোন, পাঁচ জায়গায় নতুন করে পরীক্ষা নেওয়া এবং প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার বিষয়ে জানতে চেয়েছেন রাজ্যপাল।