Last Updated: Monday, December 9, 2013, 21:15
নম্বর কম পাওয়া ছাত্রছাত্রীদের চাপে পড়ে এবার পরীক্ষা ব্যবস্থাই বদলে দিল কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের কিছু ছাত্রছাত্রীর অভিযোগ, তাঁদের মৌখিক পরীক্ষায় ইচ্ছাকৃত ভাবে নম্বর কম দেওয়া হয়েছে। সমস্যা মেটাতে শেষ পর্যন্ত আগামী বছর থেকে বাংলা বিভাগে মৌখিক পরীক্ষাই তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।