Last Updated: Friday, October 18, 2013, 10:39
উত্তর প্রদেশের এক গ্রামের পুরনো কেল্লার নিচে রয়েছে এক হাজার টন সোনা! এমনটাই দাবি করেছেন শোভন সরকার নামে এক সাধু। তাঁর আরও দাবি মৃত রাজা স্বপ্নাদেশে সেই গুপ্ত সম্পদের কথা জানিয়েছেন তাঁকে। সেই বিপুল ধন ভাণ্ডারের খোঁজে এর মধ্যে উন্নাওয়ের দৌন্ডিয়া খেরা গ্রামে পৌঁছে গিয়েছেন আর্কিওলজিক্যাল সার্ভের কর্মীরা। আজ থেকেই শুরু হয়ে যাবে সোনার খোঁজ।উত্তর প্রদেশের উন্নাওয়ের গ্রাম দৌন্ডিয়া খেড়া। সিপাহী বিদ্রোহে যোগ দিয়ে মৃত্যু হয় এখানকার রাজা রাও রাম বক্স সিংয়ের। রয়ে গিয়েছিল ভেঙে পড়া কেল্লা মহল আর গুপ্তধনের গল্প।