Last Updated: Thursday, March 29, 2012, 23:10
কপিরাইট আইন অনুযায়ী রয়্যালটির হকের পাওনা পেতে এবার জোট বাঁধলেন কলকাতার সঙ্গীতশিল্পীরা। কপিরাইট থাকলেও বিভিন্ন জলসায়, রেস্তোরাঁয় এমনকি এফএম চ্যানেলগুলিতে যে গান বাজে, তার বিনিময়ে গান নির্মাতা বা গায়ক কেউই কোনও টাকা পান না।