Last Updated: Friday, June 27, 2014, 14:04
প্রতিশ্রুতিই সার। সাধারণ মানুষের সুবিধার্থে তৈরি করা মুখ্যমন্ত্রীর সাধের সবজির ফেরায়প্রাইস শপে বিকোচ্ছে বাজারদরেরই সবজি। এমনকী যে আলুর দাম মুখ্যমন্ত্রী বেঁধে দিয়েছেন সেই আলুই পাওয়া যাচ্ছে না সরকারের ফেয়ারপ্রাইস শপে। কাঁকুরগাছি ভিআইপি মার্কেটে ন্যায্য মূল্যের সবজির দোকানে এমনই ছবি ধরা পড়ল ।