Last Updated: Monday, March 10, 2014, 16:21
দুই জায়ের পরিবারিক বিবাদ। তার জেরে ছমাসের এক শিশুকে খুনের অভিযোগ উঠল তার জেঠিমার বিরুদ্ধে। ফরাক্কার আদুয়া গ্রামে এই ঘটনায় স্তম্ভিত সেখানকার বাসিন্দারা। অভিযোগ, ছোট জায়ের অনুপস্থিতিতে তাঁর শিশু সন্তানকে বাড়ির কুয়োয় ফেলে দেন জেঠিমা অর্চনা মণ্ডল।