Last Updated: Sunday, December 1, 2013, 22:43
গাড়ি দুর্ঘটনায মৃত্যু হল ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস সিরিজের নায়ক পল ওয়াকারের। ক্যালিফোর্নিয়ার দক্ষিণে সান্টা ক্লারিয়া মৃত্যু হয় তাঁর। পল ওয়াকার নিজে গাড়ি চালাচ্ছিলেন না। তাঁর এজেন্ট জানিয়েছেন, পল যাচ্ছিলেন এক সেবামূলক অনুষ্ঠানে যোগ দিতে। গাড়ি চালাচ্ছিলেন তাঁর বন্ধু। ওই দুর্ঘটনায় পল ওয়াকার ছাড়াও আরেকজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় পুলিস প্রশাসন।