Last Updated: Tuesday, February 5, 2013, 10:02
কাশ্মীরের প্রথম শুধু মেয়েদের রকব্যান্ড প্রগাশ-এর তিন কিশোরীকে ফেসবুকে ক্রমাগত খুন ও ধর্ষণের হুমকি দেওয়ার অপরাধে মোট ছ'জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করল জম্মু-কাশ্মীরের পুলিস। আইটি অ্যাক্টের ৬৬-এ ধারায় এই ৬ জনের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। ছ'জনকে সনাক্ত করা গেলেও এই ঘটনার সঙ্গে জরিত বেশ কিছু ব্যক্তির সঠিক হদিশ এখনও পর্যন্ত পাওয়া যায়নি বলে পুলিস সূত্রে খবর। জম্মু-কাশ্মীরের পুলিস এই তদন্ত প্রক্রিয়ায় গোপনীয়তা অবলম্বন করেছে। তবে তদন্ত দ্রুত গতিতেই চলছে বলে তাঁরা জানিয়েছেন।