Last Updated: Thursday, October 18, 2012, 20:35
গত জুলাই থেকে এফবিআইয়ের নজরবন্দি ছিল নাফিস। গতকাল নিউ ইর্য়কে মার্কিন ফেডারেল রিজার্ভের বাইরে বিস্ফোরক বোঝাই ভ্যান রাখে সে। ফেডারাল রিজার্ভে বিস্ফোরণের ছক কষে আসলে এফবিআইয়ের পাতা ফাঁদেই পা দেয় নাফিস। এরপর পাশের একটি হোটেল থেকে বিস্ফোরণ ঘটানোর উদ্দেশে ভ্যানে রাখা সেলফোনে ফোন করতে থাকে নাফিস। ছদ্মবেশি এফবিআই গোয়েন্দারা নাফিসকে নকল বিস্ফোরক দিয়েছিলেন। ফলে অল্পের জন্য বড় ধরনের বিভ্রাট এড়ানো গেছে।