Last Updated: Thursday, April 3, 2014, 16:24
গত বছর মুম্বইয়ে শক্তি মিলে চিত্র সাংবাদিক গণধর্ষণ কাণ্ডে অপরাধী ৪ জনের মধ্যে ৩ জনকে একাধিক যৌন নির্যাতনের ঘটনায় জড়িত থাকার অপরাধে দোষী সব্যস্ত করল একটি দায়েরা আদালত। এই তিনজনের মৃত্যুদণ্ডের আদেশ এখন সময়ের অপেক্ষা। এই তিনজনই শক্তিমিলে এক ১৮ বছরের টেলিফোন অপরেটরকে ধর্ষণের ঘটনায় দোষী সাব্যস্ত হয়েছে।