Last Updated: Sunday, June 1, 2014, 10:49
প্রায় দেড় মাসের লড়াইয়ের পর অবশেষে খেতাবি ফয়সালা হতে চলেছে সপ্তম আইপিএলের। হাজারো বাউরো, শত শত ওভার বাউন্ডারি, উইকেট, আজবগজব শটের ফুলঝুড়ির পর আজ সেই মেগাফাইনাল। ফাইনালে এমন দুটি দল মুখোমুখি যেখানে ক্রিকেট ছাপিয়ে হাজির বলিউড। খেতাবি লড়াইয়ে গম্ভীর-সেওয়াগ নন, লড়াইটা বীর-জারার।