Last Updated: Tuesday, November 19, 2013, 18:11
অবশেষে বিতর্কিত চপার চুক্তি বাতিল করল কেন্দ্রীয় সরকার। ২০১০ সালে ব্রিটেনের অগুস্তা ওয়েস্টল্যান্ড নামে একটি সংস্থার সঙ্গে ১২টি এ ডব্লিউ ১০০ এক হেলিকপ্টার কেনার চুক্তি করে প্রতিরক্ষা মন্ত্রক। হেলিকপ্টার কেনার জন্য ভারতীয় মুদ্রায় দাম নির্ধারিত হয় প্রায় চার হাজার কোটি টাকা।