First payment - Latest News on First payment| Breaking News in Bengali on 24ghanta.com
সেলেব্রিটির প্রথম পেমেন্ট

সেলেব্রিটির প্রথম পেমেন্ট

Last Updated: Thursday, December 5, 2013, 16:15

এখন এরা রোজগার করেন কোটিতে। ছবির বিজনেসও এনে দেন কয়েকশো কোটি টাকা! এঁদের পারিশ্রমিকের অঙ্ক যতই আমাদের চোখ কপালে ওঠাক, এঁদের প্রথম পারিশ্রমিকের অঙ্কটাও একই রকম বিস্ময়কর। কোটিপতি বা অর্বুদপতি এইসেলেব্রিটিদের কারও জীবনের প্রথম মাইনে বা পারিশ্রমিকের অঙ্কটা ছিল পঞ্চাশ টাকা, একশো টাকা কিংবা পঁয়ত্রিশ টাকাও।