Last Updated: Monday, February 24, 2014, 15:37
জলদস্যুর তকমা থেকে মুক্তি পেলেন দুই ইতালীয় নাবিক। সোমবার কেন্দ্র সুপ্রিমকোর্টে জানিয়েছে ২০১২ সালে কেরালার উপকূল অঞ্চলে দুই ভারতীয় মৎসজীবীকে হত্যার অপরাধে অভিযুক্ত এই দুই নাবিকের বিরুদ্ধে জলদস্যুতার মামলা দায়ের করা হবে না। ফলে তাঁদের বিরুদ্ধে দুই মৎসজীবীকে হত্যার অভিযোগ প্রমাণিত হলেও মৃত্যদণ্ড হবে না এই দুই নাবিকের।