Florida - Latest News on Florida| Breaking News in Bengali on 24ghanta.com
প্লেন থেকে সমুদ্রে পড়ে গেলেন যাত্রী,  খবর দিলেন এয়ার হোস্টেস, পাইলট দেখলেন দরজা খোলা

প্লেন থেকে সমুদ্রে পড়ে গেলেন যাত্রী, খবর দিলেন এয়ার হোস্টেস, পাইলট দেখলেন দরজা খোলা

Last Updated: Friday, November 15, 2013, 12:37

প্লেন থেকে পড়ে সটান একেবারে সমুদ্রে! হ্যাঁ, মিয়ামিতে এমনই এক ঘটনা ঘটল। ২০০০ ফুট (৬০৯ মিটার) ওপরে যাত্রীবাহী এক বিমানের পিছনের দরজা খোলেন এক যাত্রী, তারপ তিনি সেখান থেকে নিচে মিয়ামির সমুদ্রে পড়ে যান। সেই ঘটনা দেখতে পেয়েই সঙ্গে সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলে খবর দেন এক বিমানসেবিকা।