Flying bicycle - Latest News on Flying bicycle| Breaking News in Bengali on 24ghanta.com
এসে গেল উড়ন্ত সাইকেল

এসে গেল উড়ন্ত সাইকেল

Last Updated: Thursday, June 13, 2013, 19:48

রাস্তা দিনদিন যা গাড়ি বাড়ছে, জ্যাম বাড়ছে, তাতে সাইকেল নিয়েও বেড়ানো মুশকিল হয়ে পড়ছে। তাছাড়া জল-কাদায় পরে সাইকেলের টায়ারটাও বাবরার খারাপ হচ্ছে। আর সাইকেল সারানোর যা খরচ পড়ে যাচ্ছে প্রতি বছর, তাতে নতুন একটাও হয়ে যায়। এই এতগুলো সমস্যার সমাধান করতে হাজির উড়ন্ত সাইকেল বা ফ্লাইং বাইসাইকেল। প্যারাগুয়েতে যে সাইকেলের টেস্ট ড্রাইভ হয়ে গেল। কদিনের মধ্যেই মিলে যাচ্ছে রাস্তায় চালানোর ছাড়পত্রও। এরপর রাস্তায় দেখবেন সাইকেল উড়ে চলেছে।