Last Updated: Monday, June 16, 2014, 13:35
এবার বিশ্বকাপের পর্তুগাল তাকিয়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দিকে। প্রায় একার কাঁধে প্লে-অফের ম্যাচ জিতিয়ে পর্তুগালকে ব্রাজিল যাওয়ার টিকিট পাকা করিয়েছেন রোনাল্ডো। সিআর সেভেন ছাড়া কোচ পাওলো বেন্তোর ভরসা পোস্তিগা ও পেপেও।