Forhad Hakim - Latest News on Forhad Hakim| Breaking News in Bengali on 24ghanta.com
এসএসকেএমে অগ্নিনির্বাপণ ব্যবস্থায় খামতির কথা স্বীকার স্বাস্থ্যসচিবের

এসএসকেএমে অগ্নিনির্বাপণ ব্যবস্থায় খামতির কথা স্বীকার স্বাস্থ্যসচিবের

Last Updated: Sunday, November 25, 2012, 20:36

তিনমাস আগে ইউসিএম বিল্ডিংয়ে আগুন লাগার পরই এসএসকেএম কর্তৃপক্ষকে শোকজ করেছিল দমকল। তারপরও এসএসকেএমের অগ্নিনির্বাপণ ব্যবস্থায় যে খামতি আছে একথা স্বীকার করে নিলেন রাজ্যের স্বাস্থ্যসচিব সতীশ তিওয়ারি। একইসঙ্গে পুর ও নগোরন্নয়ন মন্ত্রীর আনা অন্তর্ঘাতের তত্ত্ব এড়িয়ে গেলেন তিনি। হাজারো প্রতিশ্রুতি সত্ত্বেও সরকারি হাসপাতালগুলির পরিকাঠামোয় যে ফাঁকফোকর রয়ে গেছে তা আরও একবার প্রমাণ করল এসএসকেএমের অগ্নিকাণ্ড। পরিকাঠামোয় যে ত্রুটি রয়েছে এবার তা স্বীকার করে নিলেন রাজ্যের স্বাস্থ্যসচিব সতীশ তেওয়ারি।