Form distribution - Latest News on Form distribution| Breaking News in Bengali on 24ghanta.com
ফর্ম বিলিকে কেন্দ্র করে রণক্ষেত্র বহরমপুর কলেজ

ফর্ম বিলিকে কেন্দ্র করে রণক্ষেত্র বহরমপুর কলেজ

Last Updated: Friday, June 6, 2014, 21:18

অফ লাইনে ফর্ম বিলি হলে কী হয়, তার সাক্ষী রইল বহরমপুর কলেজ। ফর্ম বিলিকে ঘিরে তৃণমূল ছাত্র পরিষদ ও ছাত্র পরিষদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ বাধল। কলেজে কোন দল প্রাধান্য বজায় রাখবে তা নিয়েই গণ্ডগোল বাধে। কলেজের বাইরে দুদলের লোক জড়ো হয়ে দু-দলই প্রভাব খাটানোর চেষ্টা করে। তা থেকেই হাতাহাতি বেধে যায়। বহরমপুরের কৃষ্ণনাথ কলেজেও ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে অশান্তি ছড়ায়। ফর্ম বিলিকে ঘিরে অশান্তি ছড়াল বহরমপুর কলেজে। শুক্রবার সকালে ফর্ম বিলি শুরু হতেই গণ্ডগোল বাধে। কলেজের গেটের বাইরে তৃণমূল ছাত্র পরিষদ ও ছাত্র পরিষদ দুদলের লোক জড়ো হয়েছিল। দুদলই প্রভাব খাটানোর চেষ্টা করে বলে অভিযোগ। এরপরেই শুরু হয়ে যায় বচসা। বচসা থেকেই হাতাহাতি। আহত হন দুজন।