Fourth Test - Latest News on Fourth Test| Breaking News in Bengali on 24ghanta.com
ফিরোজ শাহ কোটলায় প্রথম দিনেই বিপাকে অস্টেলিয়া

ফিরোজ শাহ কোটলায় প্রথম দিনেই বিপাকে অস্টেলিয়া

Last Updated: Friday, March 22, 2013, 09:56

ফুটিফাটা ফিরোজ শাহ কোটলার ঘূর্ণি পিচ বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম দিনেই চোখে সর্ষে ফুল দেখিয়ে ছাড়ল অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের। ভারতীয় স্পিনিং আক্রমণের কাছে নাকানিচোবানি খেয়ে প্রথম দিনেই আটটি উইকেট খুইয়ে বসে আছে অসি বাহিনী। হাতে মাত্র ২৩১টি রান। তবে উইকেট কামড়ে পড়ে আছেন পিটার সিডল। তাঁর সংগ্রহে ৪৭ রান। এখনও পর্যন্ত তিনিই অস্ট্রেলিয়ার সর্বোচ্চ রানসংগ্রহকারী। ১৩৬ রানে সাত উইকেট খুইয়ে ভেন্টিলেশনে চলে যাওয়া অস্ট্রিলীয় দলে কিছুটা প্রাণসঞ্চার করল সিডলের ব্যাট। তাঁর সৌজন্যেই ২০০ রানের গণ্ডি টপকাতে পারলেন অসিরা।