Last Updated: Friday, November 22, 2013, 21:29
রূপোলী পর্দার ``জাদু কি ঝাপ্পি``-তে আট থেকে আশি বিগলিত হলেও বাস্তবে তার প্রয়োগ করতে গিয়ে মহা বিপত্তিতে পড়লেন সৌদি আরবের দুই যুবক। পথ চলতি মানুষজনকে বিনামূল্যে আলিঙ্গন উপহার দিতে গিয়ে সৌদির ধর্মীয় পুলিসের চক্ষুশূল হতে হল তাঁদের। ফলাফল? আপাতত শ্রীঘরের হাওয়া খাচ্ছেন দু`জনে।