Last Updated: Sunday, September 8, 2013, 09:33
সিরিয়া ইস্যুতে জি টোয়েন্টি থেকে খালি হাতেই ফিরতে হল বারাক ওবামাকে। সিরিয়ায় সামরিক অভিযান নিয়ে মিত্রদেশগুলির অধিকাংশের সায় নেই। ওবামার ভরসা এখন মার্কিন কংগ্রেস। আগামী সপ্তাহেই কংগ্রেসের দুই কক্ষে ভোটাভুটি। সিরিয়ায় সামরিক অভিযান নিয়ে নিজের সিদ্ধান্ত বা চাপ বাড়ানোর রাস্তা থেকে পিছু হটছেন না বারাক ওবামা। পাল্টা চাপ বাড়িয়ে সিরিয়ার দিকে আরও একটি রণতরী পাঠিয়েছে রাশিয়া।