GVK Prasad - Latest News on GVK Prasad| Breaking News in Bengali on 24ghanta.com
অন্ধ্র পুলিসের আছে আত্মসমর্পন ছত্তিসগড়ের শীর্ষ মাওবাদী নেতা গুদসা উসান্ডির

অন্ধ্র পুলিসের আছে আত্মসমর্পন ছত্তিসগড়ের শীর্ষ মাওবাদী নেতা গুদসা উসান্ডির

Last Updated: Wednesday, January 8, 2014, 17:15

বড় সাফল্য পেল অন্ধ্র পুলিস। নকশাল নেতা ও মেওবাদী মুখপাত্র তাঁর স্ত্রীকে নিয়ে আত্মসমর্পন করলেন অন্ধ্র পুলিসের কাছে। গুদসা উসান্ডি ওরফে জিভিকে প্রসাদ দণ্ডকারণ্য স্পেশল জোনাল কমিটির দায়িত্ব ছিলেন। ২০ লক্ষ টাকা ছিল মাথার দাম। তিনি আজ পুলিসের কাছে আত্মসমর্পন করেন।