Last Updated: Monday, December 2, 2013, 20:30
২২ গজের বিধ্বংসি মেজাজ ছেড়ে প্রেম নিবেদনের পরামর্শদাতা হয়ে উঠেছেন ক্রিস গেইল। তাঁর যাবতীয় টুইট মহিলা সংক্রান্ত। মহিলাদের প্রেম সম্পর্কে পরামর্শ দিচ্ছেন ক্যারিবিয়ান এই ব্যাটসম্যান। যাদের জীবনে প্রেম নেই তাঁদের হতাশ না হওয়ার পরামর্শ গেইলের। ম্যাডোনা বা জেনিফার লোপেজের প্রসঙ্গ টেনে গেইলের পরামর্শ, নিরাশ হয়ে যেও না, তোমাদের প্রেমিকরা এখনও জন্মায়নি। ম্যাডোনাদের প্রেমিকরা তাঁদের চেয়ে বয়সে অনেক ছোট। ক্রিস গেইলের মতো ক্রিকেটারের টুইটারে এই ধরনে মন্তব্যে হতবাক ক্রিকেট বিশ্ব।