Gandharaj Mutton - Latest News on Gandharaj Mutton| Breaking News in Bengali on 24ghanta.com
পয়ালা বৈশাখের খাবার: গন্ধরাজ লেবুর রসে খাসির মাংস

পয়ালা বৈশাখের খাবার: গন্ধরাজ লেবুর রসে খাসির মাংস

Last Updated: Monday, April 14, 2014, 17:08

পয়লা বৈশাখ মানেই ভুরিভোজ। ছুটির দিনে মাছ, মাংস, দই, মিষ্টি দিয়ে জমিয়ে খাওয়া আর দেদার আড্ডা। মাংসের ঝোলে একটু অন্যরকম স্বাদ আনতে তৈরি করতে পারেন গন্ধরাজ লেবুর সঙ্গে। রইল রেসিপি।