Gaza aire strike - Latest News on Gaza aire strike| Breaking News in Bengali on 24ghanta.com
ইজরায়েলি হানায় শতাধিক মৃত্যু গাজায়

ইজরায়েলি হানায় শতাধিক মৃত্যু গাজায়

Last Updated: Tuesday, November 20, 2012, 09:44

গাজা ভূখণ্ডে ইজরায়েলি বায়ুসেনার রকেট হানা অব্যাহত। এই নিয়ে গত ৬ দিনের লাগাতার হামলায় ১০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। আহত সাত শতাধিক। নিহতদের অধিকাংশই মহিলা ও শিশু। গতকালও হামলায় কমপক্ষে ২১ জনের মৃত্যু হয়েছে। ইজরায়েলি যুদ্ধবিমান থেকে গাজায় মিডিয়া সেন্টারেও হামলা হয়েছে বলে অভিযোগ। প্রায় ১০০ ঘণ্টা ধরে চলতে থাকা হিংসায় হামাস বাহিনীর পাল্টা হামলায় তিনজনের মৃত্যু হয়েছে ইজরায়েলে। আহত কমপক্ষে ৫০।