Giacomo Sanfelice di - Latest News on Giacomo Sanfelice di| Breaking News in Bengali on 24ghanta.com
ভারতীয় মত্‍সজীবী হত্যা, ক্ষমা চাইলেন ইতালীয় রাষ্ট্রদূত

ভারতীয় মত্‍সজীবী হত্যা, ক্ষমা চাইলেন ইতালীয় রাষ্ট্রদূত

Last Updated: Friday, February 17, 2012, 09:25

কোঙ্কন উপকূলে ভারতীয় মত্‍সজীবীদের জলযানে ইতালীয় জাহাজের গুলি ঘিরে নয়াদিল্লি-রোম কূটনৈতিক টানাপোড়েন তীব্র হল। বৃহস্পতিবার রাতে ভারতে নিযুক্ত ইতালীয় রাষ্ট্রদূত জিয়াকোমো স্যানফেলিসে ডি মন্টেফোর্টে`কে সাউথ ব্লকে তলব করে এ ব্যাপারে `কড়া প্রতিক্রিয়া` জানানো হয়েছে।