Goa building collaps - Latest News on Goa building collaps| Breaking News in Bengali on 24ghanta.com
গোয়ায় বহুতল ভেঙে ১৪ জনের মৃত্যু, নির্মান সংস্থার বিরুদ্ধে একআইআর দায়ের

গোয়ায় বহুতল ভেঙে ১৪ জনের মৃত্যু, নির্মান সংস্থার বিরুদ্ধে একআইআর দায়ের

Last Updated: Sunday, January 5, 2014, 10:15

গোয়ায় নির্মিয়মান বহুতলে দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল১৪। কোনাকোনা শহরের এই দুর্ঘটনায় এখনও অনেকে ধ্বংসস্তূপের ভিতর আটকে রয়েছে বলে মনে করা হচ্ছে। শনিবার পানাজি থেকে ৬০ কিলোমিটার দূরে এই ঘটনাটি ঘটে।