Goa dance bar - Latest News on Goa dance bar| Breaking News in Bengali on 24ghanta.com
গোয়ার ডান্সবার থেকে গ্রেফতার মুলায়মের দলের বিধায়ক

গোয়ার ডান্সবার থেকে গ্রেফতার মুলায়মের দলের বিধায়ক

Last Updated: Wednesday, August 28, 2013, 11:37

গোয়ার ডান্সবারে মাঝে মাঝেই পুলিসি অভিযান চলে। বারের মধ্যে দেহ ব্যবসায় জড়িয়ে থাকার দায়ে গ্রেফতারও করা হয়। মঙ্গলবার এক ডান্সবারে রাতে এমনই এরকম পুলিসি অভিযানে যিনি ধরা পড়লেন তিনি একজন বিধায়ক। বিধানসভায় শপথ নিয়ে যিনি বলেছিলেন সুশাসন আনব, আইনশৃঙ্খলা উন্নতি করব, সমাজের উন্নয়ন করব, তিনিই একেবারে `নগ্ন অবস্থায়` ডান্সবার থেকে মুখ ঢেকে হাতকড়া পরে বেরোলেন। গ্রেফতার হওয়া সেই বিধায়ক সিতাপুর কেন্দ্রের।