Goaltor - Latest News on Goaltor| Breaking News in Bengali on 24ghanta.com
ল্যান্ডমাইন আতঙ্ক গোয়ালতোড়ে

ল্যান্ডমাইন আতঙ্ক গোয়ালতোড়ে

Last Updated: Sunday, November 27, 2011, 14:32

রবিবার সকালে পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড় থেকে হুমগড়ে যাওয়ার রাস্তায় কালভার্টের উপর পড়ে থাকা টিফিন বক্স ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। টিফিন বক্স থেকে তার বেরিয়ে থাকায় সেটিকে ল্যান্ডমাইন বলে সন্দেহ করছে পুলিস।