Last Updated: Tuesday, June 3, 2014, 19:00
পৃথিবীর মতো দেখতে কিন্তু পৃথিবীর থেকে কয়েকশো গুন বড় গ্রহ আবিস্কার করলেন জ্যোর্তিবিজ্ঞানীরা। তাঁদের চিন্তাভাবনার উর্দ্ধে এই গ্রহের আয়তন। নয়ের দশকে জ্যোর্তিবিজ্ঞানীরা মনে করতেন সৌর জগতের বাইরে অন্য গ্রহদের জগত আমাদের সৌর পরিবারের মতো সুন্দর এবং পরিচিত।