Last Updated: Monday, October 21, 2013, 20:40
উন্নাওয়ের মাটি খুঁড়ে কি বেরিয়ে আসবে সোনা? কোটি টাকার এই প্রশ্নের উত্তর এখন খুঁজছে গোটা দেশ। উত্তরের অপেক্ষায় রয়েছে বারাকপুরের বক্সি পরিবারও। কারণ, এই পরিবারের পুত্রবধূরও যে যোগ রয়েছে উন্নাওয়ের রাজা রামবক্স সিংয়ের সঙ্গে। একইরকম যোগসূত্রের দাবি করছেন কাশীপুরের সিং পরিবারও। উন্নাওয়ের বং কানেকশনে এবার মঙ্গল পাণ্ডের বারাকপুর। ওল্ড ক্যালকাটা রোডের রেখা সিং বক্সির দাবি, রাজা রামবক্স সিংয়ের পরিবারের উত্তরপুরুষ তাঁর বাবা-কাকারা। কিন্তু, কেন এই দাবি?