Last Updated: Friday, October 18, 2013, 11:56
ভেনিসের পরিত্রাতা কি মোজেস? বিশেষজ্ঞরা তেমনটাই দাবি করছেন। সমুদ্রে জোয়ার এলেই প্লাবিত হয় ইতালির ওই গর্বের শহর। কোটি কোটি টাকা খরচ করে ইতালির সরকার তৈরি করেছে এক নতুন প্রাচীর। সাধারণ সময়ে যা সমুদ্রের অতলে থাকবে । কিন্তু জোয়ারের সময় মাথা উঁচিয়ে রুখবে জলের প্রবাহ। এই প্রাচীরের নামই মোজেস।