Last Updated: Monday, September 23, 2013, 09:34
গুগল গ্লাস। সংক্ষিপ্ত এই দুটি শব্দই সাড়া ফেলে দিয়েছে চিকিত্সাবিজ্ঞানে। কম্পিউটার রূপী এই চশমা চোখে পরলে অস্ত্রপচার চলাকালীন যাবতীয় খুঁটিনাটি তথ্য সরাসরি পৌঁছে যাবে অন্য চিকিত্সকদের কাছে। প্রয়োজনীয় পরামর্শ দিতে পারবেন চিকিত্সকরা। দক্ষিণের এক রাজ্যে এই গুগল গ্লাস পরে অস্ত্রপচার সেরে ফেলেছেন চিকিত্সক জে এস রাজকুমার।