Gopinath Munde`s fun - Latest News on Gopinath Munde`s fun| Breaking News in Bengali on 24ghanta.com
আজই সম্পন্ন হবে গ্রামোন্নোয়ন মন্ত্রী গোপীনাথ মুন্ডের শেষকৃত্য, তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানালেন লোকসভার সাংসদরা LIve

আজই সম্পন্ন হবে গ্রামোন্নোয়ন মন্ত্রী গোপীনাথ মুন্ডের শেষকৃত্য, তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানালেন লোকসভার সাংসদরা LIve

Last Updated: Wednesday, June 4, 2014, 10:06

কেন্দ্রীয় গ্রামোন্নোয়ন মন্ত্রী গোপীনাথ মুন্ডের আজই অন্ত্যোষ্টিক্রিয়া সম্পন্ন হবে। বিকেল সাড়ে ৪টের সময় দাহ করা হবে বলে জানা যাচ্ছে। সেখানে থাকবেন বিজেপির প্রথম সারির নেতারা। প্রবীণ নেতা লালকৃষ্ণ আদবাণী, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, পুর নগরন্নোয়ন মন্ত্রী ভেঙ্কাইয়া নাইডু, স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধণ অন্ত্যোষ্টিক্রিয়া অনুষ্ঠানে যোগ দেবেন।