Last Updated: Tuesday, October 11, 2011, 17:20
দার্জিলিঙে গিয়ে অখণ্ড রাজ্যের পক্ষেই ফের সওয়াল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জিটিএ চুক্তিতে গোর্খাল্যান্ডের উল্লেখ উষ্কে দিয়েছিল বিতর্ক। সমালোচনার মুখে পড়ে সরকার। প্রশ্ন ওঠে, জিটিএ চুক্তিতে গোর্খাল্যান্ড শব্দের উল্লেখ কী ভবিষ্যতে পৃথক রাজ্যের দাবিতে মোর্চার হাতকেই শক্ত করবে না? ফলে এবারের পাহাড় সফরে এই ইস্যুতে রাজ্য সরকারের অবস্থান স্পষ্ট করার তাগিদ ছিল মুখ্যমন্ত্রীর।